- Shop
- Short Stories
- সুলতান
সুলতান
https://uplbooks.com/shop/9789845062190-8588 https://uplbooks.com/web/image/product.template/8588/image_1920?unique=56f7a2e
Language: Bangla |
Tags :
Book Info
এদেশে শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে সুলতান এক কিংবদন্তি পুরুষ। উপন্যাসের চেয়েও রোমাঞ্চকর তাঁর জীবন। ব্যতিক্রমী ব্যক্তিত্ব, বিচিত্র জীবনযাপন এবং শিল্প-শৈলীর নির্ভুল স্বাতন্ত্র্যের জন্য তাঁকে নিয়ে অপার কৌতূহল, বিস্ময় এবং শ্রদ্ধাবোধ অসংখ্য জনের। সেই সুলতানকে নিয়ে এই উপন্যাস। জীবনীভিত্তিক হয়েও সম্পূর্ণ নতুন আঙ্গিকে লেখা উপন্যাসটি সাময়িকীতে প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে সুধীজনের দৃষ্টি আকর্ষণে সমর্থ হয়। এর কাহিনি শিল্পী সুলতানকে নিয়ে আবর্তিত হলেও এতে ছয় দশকের ব্যাপ্তিতে চলমান ঘটনার বর্ণনা যেমন রয়েছে, তেমনি ব্যক্তি ও সমাজজীবনের আশা-আকাঙ্ক্ষা এবং ইতিহাসের পতন ও অভ্যুদয়ের বন্ধুর গতিপথ অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে বিধৃত হয়েছে। এ ছাড়া কোনো শিল্পীর জীবদ্দশায় তাঁকে নিয়ে সম্পূর্ণ উপন্যাস লেখার প্রচেষ্টা সম্ভবত বাংলাদেশে এই প্রথম।
হাসনাত আব্দুল হাই
হাসনাত আবদুল হাই (জন্ম: ১৯৩৯) ঢাকা, ওয়াশিংটন, লন্ডন ও কেমব্রিজে লেখাপড়া করেন। অধ্যাপনা দিয়ে চাকরি জীবন শুরু। তারপর সিভিল সার্ভিস থেকে সরকারি বিভিন্ন দায়িত্ব পালন করেন ও ১৯৯৯ সালে বাংলাদেশ সরকারের সচিব পদ থেকে অবসর লাভ করেন। প্রকাশিত গল্প গ্রন্থের সংখ্যা চার, উপন্যাস বাইশ, ভ্রমণ কাহিনী ছয় এবং প্রবন্ধ দুই। তিনি মূলত ঔপন্যাসিক ও ভ্রমণ কাহিনীকার হিসাবে খ্যাতি অর্জন করেন। প্রাপ্ত পুরস্কারের মধ্যে রয়েছে: বাংলা একাডেমী, অলক্ত সাহিত্য, আচার্য্য জগদীশ চন্দ্র, মাওলানা আকরাম খাঁ, শিল্পাচার্য্য জয়নুল আবেদীন, এস এম সুলতান, ড. ইব্রাহিম স্মৃতি এবং শেরেবাংলা পুরস্কার। সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৯৬ সালে 'একুশে পদক' লাভ করেন। তাঁর লেখা উপন্যাস সুলতান ডাবলিন আন্তর্জাতিক সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হয়।