বাংলাদেশে গণতন্ত্র: ১৯৯১ থেকে ২০০৬
https://uplbooks.com/shop/9789845062152-11644 https://uplbooks.com/web/image/product.template/11644/image_1920?unique=56f7a2e
Language: Bangla |
Tags :
Book Info
বইটি বাংলাদেশের রাজনীতির উপর ইংরেজিতে লেখকের রচিত ৬ষ্ঠ বই Bangladesh: A Study of the Democratic Regimes-এর বঙ্গানুবাদ। বইটিতে ১৯৯১ সাল থেকে ২০০৬ সাল অবধি সংবিধান সংশোধন ও আইন সংস্কারের প্রসঙ্গসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে যেগুলি বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। ওই ঐতিহাসিক প্রক্রিয়াকে জানতে ও বুঝতে সাহায্য করার জন্য লেখক এখানে অত্যন্ত গভীর ও নির্ভুলভাবে রাজনৈতিক, অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ ও প্রশাসনের রাজনীতিকরণের বিষয়গুলো বিশেষভাবে তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন, বেশ কিছু পরিবর্তন যেমন উপকারী তেমনি কিছু অত্যন্ত বিতর্কিত যা এ দেশের রাজনৈতিক সংস্কৃতির উন্নতির লক্ষ্যে পুনর্বিচার করা প্রয়োজন। এ বইয়ের অপর উল্লেখযোগ্য ও তথ্যবহুল অংশটি হচ্ছে বিচারব্যবস্থায় বিভিন্ন পরিবর্তন ও রাজনীতিকরণের প্রসঙ্গটি যার উপর দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ভালো-মন্দ গভীরভাবে নির্ভরশীল। আর লেখক স্বয়ং এ বিষয়ে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠভাবে জড়িত। বইয়ে আলোচিত সমসাময়িক প্রসঙ্গ, যেমন রাজনৈতিক দলের চরিত্র, একই সঙ্গে ভাবনা উদ্রেককারী এবং তা আলোচ্য সময়ের রাজনীতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেছে। তিনি রাজনৈতিক দলগুলোর স্বভাব, বিচারবহির্ভূত হত্যাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ইনডেমনিটি বিষয় সম্পর্কেও যথেষ্ট তথ্য হাজির করেছেন। সরকার অথবা বিরোধীদলে থাকা অবস্থায়, সবসময়, মওদুদ আহমদ একজন সমালোচনামূলক রাজনৈতিক বিশ্লেষক। তিনি এই বইতে গত ২০ বছরের রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে গবেষণাসম্বলিত বর্ণনা উপস্থাপন করেছেন। আর তিনি যে বিষয়গুলো তুলে এনেছেন, সেখানে কোনো কিছুই তাঁর নজর এড়িয়ে যায়নি।
মওদুদ আহমদ
মওদুদ আহমদ (১৯৪০-২০২১), ব্যারিস্টার, সাবেক সাংসদ, প্রাক্তন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বাধীন সরকারের উপপ্রধানমন্ত্রী ছিলেন। পরবর্তীকালে তিনি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। একজন দক্ষ পার্লামেন্টারিয়ান হিসেবে তার খ্যাতি রয়েছে। বাংলাদেশের সমকালীন রাজনীতিতে তিনি নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন দীর্ঘদিন থেকেই। সেই সঙ্গে একজন ব্যতিক্রমী রাজনীতিক হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে নিয়মিত লেখালেখি করে এসেছেন। জনাব আহমদ জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় (১৯৭৬, ১৯৮০, ১৯৯৬, ২০০৯ ও ২০১০), অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (১৯৮১, ১৯৯৮, ২০১১ ও ২০১২) সমূহের ফেলো। তিনি দি জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের (১৯৯৭) ইলিয়ট স্কুলে একজন ভিজিটিং প্রফেসর হিসেবেও অধ্যাপনা করেছেন। ইংরেজী ও বাংলা ভাষায় তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১৪টি।