- Shop
- বিজ্ঞানের রাজ্যে যত প্রশ্ন
বিজ্ঞানের রাজ্যে যত প্রশ্ন
https://uplbooks.com/shop/9789845061988-11645 https://uplbooks.com/web/image/product.template/11645/image_1920?unique=56f7a2e
Language: Bangla |
Tags :
Book Info
বিজ্ঞানের অনেক প্রশ্ন আমাদের মনে ঘোরাফেরা করে। কিন্তু সহজে উত্তর পাই না। যেমন, ব্ল্যাকহোলের কথা আমরা অনেক শুনেছি। কিন্তু হোয়াইটহোল? এটা আবার কী? এর অস্তিত্ব আছে নাকি? অথবা ‘সুপার মুন’ কথাটা গত বছর বেশ আলোচনায় এসেছে। সেটা কী জিনিস? কলেজ-বিশ্ববিদ্যালয়ের কয়েকজন তরুণ চায়ের আড্ডায় বসেছে। হঠাৎ একজন প্রশ্ন করল, বিগ ব্যাং কবে ঘটেছিল রে? আপনি এসব প্রশ্নের উত্তর জানলে চায়ের আসর মাত করে রাখতে পারেন। এ বইটি লেখার উদ্দেশ্য হলো আমাদের তরুণ প্রজন্মের হাতে এমন একটি বই তুলে দেওয়া, যা পড়লে বিজ্ঞানের সাম্প্রতিক প্রশ্নের উত্তরগুলো পাবেন। জানার আগ্রহই তরুণদের জ্ঞানের ভিত্তি প্রসারিত করে। প্রশ্নের পর প্রশ্ন করাই হলো তারুণ্যের ধর্ম। আর তাই চাই সব প্রশ্নের বিজ্ঞানসম্মত উত্তর। তাহলে আর তাকে পেছন ফিরে তাকাতে হবে না। বইটি লেখার সময় লক্ষ রাখা হয়েছে যেন তত্ত্ব ও তথ্যে কোনো ভুল না থাকে। ইন্টারনেটের এই যুগে অনেক তথ্যই পাওয়া যায়। কিন্তু যাচাই করে দেখতে হয় সঠিক তথ্য কোনটি। বিশ্বের অনেক বিজ্ঞানীর গবেষণালব্ধ ফলাফল থেকে প্রাপ্ত বিভিন্ন প্রশ্নের উত্তর এ বইয়ে পাওয়া যাবে। বিশেষভাবে আমেরিকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি প্রভৃতি দেশের বিজ্ঞানীরা মহাবিশ্ব, লাইফ সায়েন্স, খাদ্য-পুষ্টি-স্বাস্থ্য প্রভৃতি নিয়ে গবেষণা করছেন। এসব বিষয় নিয়ে এ বইয়ে অনেক প্রশ্নের উত্তর রয়েছে। একজন আধুনিক, বিজ্ঞানমনস্ক মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের তরুণরা এ বইটি তুলে নিতে পারেন।
আব্দুল কাইয়ুম
আব্দুল কাইয়ুম ছিলেন ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি আগ্রহী। বইয়ের জগতে শৈশব ও কৈশোর কেটেছে। আগাগোড়া মেধাবী ছাত্র। বড় হয়ে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখতেন, যদিও বাস্তব জীবনে সেটা আর হয়ে ওঠেনি, হয়েছেন সাংবাদিক। কিন্তু তাতে কিছু যায়-আসে না। বিজ্ঞানের বিষয় নিয়ে পড়াশোনা তাঁর আজও অব্যাহত। তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ১৯৬৫ সালে এসএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। ঢাকা কলেজে পড়ার সময় একঝাঁক মেধাবী শিক্ষার্থীর সঙ্গে আইয়ুববিরোধী আন্দোলনের কর্মী হয়ে ওঠেন। যোগ দেন মুক্তিযুদ্ধে। দেশ ও দেশের মানুষের জন্য বাম রাজনীতিতে যুক্ত ছিলেন। ছাত্রজীবন থেকেই লেখালেখির চর্চা। একটি ছাত্রসংগঠনের মুখপত্র সাপ্তাহিক জয়ধ্বনির সম্পাদক ছিলেন। পরে পেশা হিসেবে বেছে নেন সাংবাদিকতা। নিয়মিত রাজনৈতিক কলাম লেখার পাশাপাশি অবিরাম লিখে চলেছেন বিজ্ঞানের নানা টুকিটাকি; কোনটা কেন ঘটে, কী তার বৈজ্ঞানিক ব্যাখ্যা