- Shop
- নতুন আঙ্গিকে রোজকার রান্না
নতুন আঙ্গিকে রোজকার রান্না
Language: Bangla |
Tags :
Book Info
নতুন আঙ্গিকে রোজকার রান্না বইটিতে লিপিবদ্ধ রান্নার পদ্ধতিগুলি নির্বাচনের প্রাক্কালে মুখ্য বিবেচ্য বিষয় ছিল আমাদের অতিপরিচিত খাবারগুলিকে যেন সহজভাবে সর্বসাধারণের সামনে তুলে ধরা যায়। সে কারণেই বহুল ব্যবহৃত পদ্ধতি ও নিত্য প্রয়োজনীয় মশলাই প্রয়োগ করা হয়েছে। প্রতিটি রান্নাতেই ব্যবহারিক ক্ষেত্রের জটিলতা, সাবধানতা অথবা রকমফের করে বৈচিত্র্য আনয়নের জন্য প্রয়োজনীয় তথ্য প্রদান করা হয়েছে। এমন কোনো যন্ত্রপাতি বা উপাদান ব্যবহার করা হয়নি, যেগুলি রান্নার সময় কোন প্রকার বিড়ম্বনা তৈরি করতে পারে। একাধিকবার রান্না করে উপকরণ, পরিমাপ এবং পদ্ধতির খুঁটিনাটি বিচার বিশ্লেষণের পর প্রতিটি রেসিপি গবেষণালব্ধ ফলস্বরূপ লিপিবদ্ধ করা হয়েছে এবং রান্না করা খাবারগুলির তাৎক্ষণিক স্থির চিত্রও ধারণ করা হয়েছে। আশা করা যায় পাঠকরা এই তথ্যে উৎসাহিত হবেন। এখানে উল্লেখ্য, আটপৌরে বাঙালি খাবারের পাশাপাশি অনেকেই ভিন্ন সংস্কৃতির খাবারের সন্ধান করে থাকেন। তাদের কথা বিবেচনায় রেখে অল্প কয়েকটি ভিন্ন সংস্কৃতির খাবারের রেসিপিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বইয়ে উপস্থাপিত প্রতিটি রেসিপি সঠিকভাবে অবলম্বন করলে খাবারে সুনির্দিষ্ট স্বাদ, ঘ্রাণ এবং রূপের সমন্বয় অনিবার্য। বইটির কাজ শুরুর প্রাথমিক পর্যায় থেকেই আন্তরিকভাবে চেষ্টা করা হয়েছে যেন প্রতিটি রান্নায় স্বকীয়তা বজায় থাকে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে বর্তমানের অতিপরিচিত রান্নাগুলিকে সঠিক উপাদান, পরিমাপ এবং রন্ধন প্রণালী প্রয়োগের মাধ্যমে বাঁচিয়ে রাখতে চাওয়াটা নতুন আঙ্গিকে রোজকার রান্নার একটি অদম্য প্রয়াস।
সায়কা আমীন
সায়কা আমীন-এর জন্ম ১৯৭৩ সালের ২৫ এপ্রিল, ঢাকায়। তিনি গার্হস্থ্য অর্থনীতি মহাবিদ্যালয় থেকে বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্পে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেছেন। লেখিকা বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত শিশু শিল্পী হিসেবে এবং তৎকালীন সুকান্ত একাডেমির পক্ষে মঞ্চে অভিনয় করতেন। বরাবরই সৃজনশীল কাজের প্রতি তাঁর দুর্বলতা রয়েছে। জীবন সঙ্গী ডা. ফজল রেজা-র শিক্ষাসূত্রে জাপানে এবং কর্মসূত্রে মালয়েশিয়াতে অবস্থানকালে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বাংলাদেশী খাবার এবং সংস্কৃতির সাথে এই দুই দেশের মানুষকে পরিচয় করিয়ে দিতে তিনি বিশেষ ভূমিকা পালন করেছেন। একইভাবে শিখেছেন তাদের রান্না এবং সংস্কৃতি সম্পর্কে। বর্তমানে তিনি কানাডায় বসবাস করছেন। লেখিকার দুই পুত্র সন্তানের নাম তাসিন এবং আদিয়ান।