বর্তমানকালের চিত্র তখনই শিল্পলোকে বা রসলোকে উত্তীর্ণ হয়, এবং রসলোকে উত্তীর্ণ হয়ে কালের বন্ধনকে অতিক্রম করে যায় তখনই, যখন সে এই সাম্প্রতিককালের অংশকে মানুষের অতীত থেকে ভবিষ্যৎ পর্যন্ত ব্যাপ্ত যে অস্তিত্ব ও সম্ভাবনা সেই চিরকালের একটা দ্যোতক প্রতিমারূপে পরিণত করে তোলে । রামায়ণ-এর রাম-সীতার আখ্যান চৈতন্যের আখ্যান এবং চৈতন্য আখ্যান বলেই চৈতন্যের প্রকৃতি সম্বন্ধে রচিত বহু দর্শনপ্রকল্পে এই আখ্যানকে প্রতীকরূপে গ্রহণ করা হয়েছে। মহাভারতকেও তেমনিভাবে ব্যবহার করা হয়েছে।
দুই পর্বে সংগঠিত, গ্যেটের মহাকাব্য ফাউস্টও এমনি এক মহৎ সৃষ্টি। কালাতিক্রান্ত রচনা । যেমন রামায়ণ-এ, মহাভারত-এ, ডিভিনা কমেডিয়াতে, তেমনি এই কাব্যে কবি সমসাময়িককে মিথে রূপান্তরিত করেছেন ।
দেবব্রত রেজ (১৯১৭-১৯৮৬) জীবদ্দশায় পশ্চিমবঙ্গের একজন খ্যাতিমান লেখক, সমালোচক, নাট্যকার ও অনুবাদক রূপে পরিচিত ছিলেন । ষাট দশকের গোড়া থেকে তিনি ‘শনিবারের চিঠি’র অন্যতম লেখক হয়ে ওঠেন । তাঁর ধারাবাহিক উপন্যাস, প্রবন্ধ, গল্প, নাটক ও পুস্তক পর্যালোচনা তাঁকে এক নতুন ধারার লেখক হিসাবে চিহ্নিত করে। মৌলিক রচনার পাশাপাশি অনুবাদক হিসাবেও তিনি যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন । ফাউস্ট ছাড়াও তাঁর অনূদিত অন্যান্য গ্রন্থগুলি হল: সাহিত্য ও বিজ্ঞান (অলডাস হাক্সলি, ১৯৬৬) বাড়ীউলি (দস্তয়েভস্কি, ১৯৬৮) এবং প্রজাপতি জীবন (ভ্লাদিমির নবোকভ, ১৯৬৯)।