- Shop
- Academic & Non-fiction
- কোরআন পরিচয়
কোরআন পরিচয়
https://uplbooks.com/shop/9789845061896-8594 https://uplbooks.com/web/image/product.template/8594/image_1920?unique=56f7a2e
Language: Bangla |
Tags :
Book Info
পবিত্র কোরআন মজীদ সম্পর্কে জানার উৎসাহ নিয়ে যাঁরা এ গ্রন্থ পাঠে ব্রতী হবেন, তাঁদের জন্য কালামে মজীদ সম্পর্কিত অসংখ্য উত্তর এতে সন্নিবেশিত হয়েছে। কোরআন মজীদ সম্পর্কিত বিভিন্ন খুঁটিনাটি বিষয় এই গ্রন্থে উঠে এসেছে। কোরআন কখন কিভাবে, কোথা থেকে নাযিল হলো, কার প্রতি নাযিল হলো, কিভাবে তা অদ্যাবধি অক্ষত থাকলো, পূর্বে নাযিলকৃত অন্যান্য আসমানী কিতাবের সাথে কোরআন মজীদের সম্পর্ক বা সামঞ্জস্য কি, স্থায়ী সুরক্ষার ব্যবস্থাটা কি, অবতরণের নিখুঁত বিবরণ, পাঠরীতি নিয়ে বিভ্রান্তির নিরসন, যতিচিহ্নসমূহের ব্যবহার কিভাবে সন্নিবেশিত হয়েছে এবং সূরাহ্, আয়াত, পারা ইত্যাদি বিষয়ে গভীর তথ্যবহুল আলোচনা এ গ্রন্থে বিশ্লেষিত হয়েছে। আদি মানব থেকে শুরু করে মানবজাতির ক্রমবিকাশ এবং তাদের ইতিহাস-ঐতিহ্য মহাগ্রন্থ কোরআন মজীদে কিভাবে বর্ণিত হয়েছে, মানব সৃষ্টির মূল রহস্য, নবী-রছুল ও ওলীগণের বিবরণ, আল্লাহ্ প্রেমিক সৎকর্মশীল এবং অসৎ, দাম্ভিক-অহংকারী মানুষদের বিষয়াবলী কিভাবে কোরআন মজীদে আলোচিত হয়েছে তাও জানা যাবে এ গ্রন্থ পাঠে। এমনকি পাক কোরআন ও বর্তমান আধুনিক জ্ঞান-বিজ্ঞানের পারস্পরিক গভীর সম্পর্ক অত্যন্ত সাবলীলভাবে এ গ্রন্থে বর্ণিত হয়েছে।
মাওলানা মমতাজ উদ্দীন আহমেদ
মাওলানা মমতাজ উদ্দীন আহমেদ (১৮৮৯-১৯৭৪) নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ১৯১০, ১৯১৩ ও ১৯১৬ খ্রীষ্টাব্দে যথাক্রমে আলিম, ফাজিল ও ফখরুল মুহাদ্দিসীন পরীক্ষা পাস করেন। মাওলানা ইসহাক বর্ধমানী ও মাওলানা নাযের হাসান দেওবন্দীর নিকট হাদীস অধ্যয়ন করেন এবং মাওলানা আবদুল হক হাক্কানী, মাওলানা লুত্ফুর রহমান বর্ধমানী, মাওলানা ফযলে হক রামপুরীর ন্যায় ধর্মীয় জ্ঞানবিশারদের নিকট অন্যান্য বিষয় শিক্ষা গ্রহণ করেন। ১৯২১ খ্রীষ্টাব্দে তিনি কলিকাতা প্রেসিডেন্সি কলেজে অস্থায়ী প্রভাষক হিসাবে এবং পরবর্তীতে কলিকাতা আলীয়া মাদ্রাসায় প্রভাষকরূপে যোগদান করেন। একটানা ৩৪ বছর এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করে ১৯৫৩ সালে ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবী বিভাগের সুপার নিউমেরারি প্রফেসর হিসাবে তিন বছর দায়িত্ব পালন করেন। হাদীস শাস্ত্রে মাওলানা মমতাজ উদ্দীনের জ্ঞান ছিল ব্যাপক ও গভীর। আরবী