গ্রীন হাউজ প্রতিক্রিয়া ও বাংলাদেশে তার প্রভাব
https://uplbooks.com/shop/9789840501410-8582 https://uplbooks.com/web/image/product.template/8582/image_1920?unique=56f7a2e
Language: Bangla |
Tags :
Book Info
বিশ্বের বিজ্ঞানী সমাজ কয়েক দশক ধরে গ্রীন হাউজ প্রতিক্রিয়া নিয়ে চিন্তিত হলেও সাধারণভাবে এই সচেতনতা অল্প কিছুদিন আগেও তেমন লক্ষ করা যায়নি। ১৯৮৮-র ২৪শে জুন আমেরিকা যুক্তরাষ্ট্রের ‘নাসা’ (NASA) মহাশূন্য গবেষণাগারে নিযুক্ত গডগার্ড ইন্সটিটিউট এর লব্ধ-প্রতিষ্ঠ আবহাওয়া বিজ্ঞানী জিম হেনসেন ওয়াশিংটন ডিসিতে শক্তি ও প্রাকৃতিক সম্পদ কমিটিতে সাক্ষ্য দিতে গিয়ে বলেন যে, "গ্রীন হাউজ প্রতিক্রিয়ার প্রভাব নিশ্চিতভাবেই যে ক্রিয়াশীল সেটা প্রমাণ করার মত যথেষ্ট লক্ষণ এখন দৃষ্টিগ্রাহ্য।" এমন এক সময়ে তিনি বিষয়টি তুলে ধরেন যখন আমেরিকার কৃষি বিভাগ ওহাইও থেকে মনটানা এবং টেক্সাস থেকে উত্তর ডাকোটা অব্দি বিস্তীর্ণ অঞ্চলকে খরাপীড়িত বলে ঘোষণা করেছে এবং মোট কৃষি উৎপাদনের অর্ধেকই প্রায় নষ্ট গেছে। সেই থেকে গ্রীন হাউজ প্রতিক্রিয়া সম্পর্কে পক্ষে ও বিপক্ষে বিজ্ঞানীরা তাঁদের বক্তব্য তথ্য ও উপাত্তের ভিত্তিতে প্রমাণে সচেষ্ট আছেন। বাকী বিশ্ব যার একটি একটি সুদূর প্রসারী প্রভাব বিস্তারের বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছে সেখানে বাংলাদেশে তেমন সচেতনতা দেখা যাচ্ছে না। সে কারণে স্বল্প কলেবরে এ বিষয়ে কিছু তথ্য ও উপাত্ত এই পুস্তকে উপস্থাপিত হয়েছে।
জহুরুল হক
ড. জহুরুল হক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল ফ্যাকাল্টির ইমেরিটাস প্রফেসর ছিলেন। বিজ্ঞান বিষয়ক রচনা ছাড়াও সাহিত্য ও দর্শন বিষয়ে তাঁর প্রচুর লেখালেখি রয়েছে।
সালেহ মুস্তাফা কামাল
সালেহ মুস্তাফা কামাল পরিবেশ প্রকৌশলে উচ্চতর ডিগ্রী গ্রহণের পর দেশে ও বিদেশে কাজ করেছেন। বিশ্বব্যাংক ও কানাডীয় সিডা'র বিভিন্ন উন্নয়ন প্রকল্পে পরিবেশ উপদেষ্টা হিসাবে কাজ করেছেন ।
ফসিহউদ্দিন মাহতাব
ড. ফসিহউদ্দিন মাহতাব বাংলাদেশের যন্ত্র কৌশল স্নাতক একজন প্রতিষ্ঠিত প্রকৌশলী ছিলেন। তিনি ছিলেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন অধ্যাপক, পরামর্শক প্রকৌশলী। তিনি বাংলাদেশ সরকারের ভূতপূর্ব মন্ত্রী হিসাবে কৃষি, অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন।