- Shop
- অনুসন্ধানী রিপোর্ট
অনুসন্ধানী রিপোর্ট
Language: Bangla |
Book Info
অনুসন্ধানী রিপোর্ট পরিবেশ ও মানবাধিকার এ গ্রন্থ অনুসন্ধানী ও ব্যাখ্যামূলক রিপোর্টের একটি সংকলন। সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) কাজ করে মূলত পরিবেশ ও মানবাধিকার নিয়ে। দুটো ক্ষেত্রই অনেক বড় এবং অনেক প্রতিষ্ঠান এ বিষয়ে কাজ করে। তবে পরিবেশ ও মানবাধিকার নিয়ে কাজে সেড-এর কিছু বিশেষত্ব আছে। এর একটি হলো ১৯৯৩ সালে গঠিত হবার সময় থেকে সেড-এর গবেষক ও কর্মীরা গভীরভাবে অনুসন্ধানী রিপোর্টিং-এ নিবেদিত। সংবাদমাধ্যমের প্রাণ অনুসন্ধানী রিপোর্টিং। জনস্বার্থে অনুসন্ধানী রিপোর্টিং-এ মনযোগী না হয়ে উপায় নেই। অনুসন্ধানী রিপোর্ট করতে গিয়ে সাংবাদিককে বিষয়, সমস্যা বা অবস্থার গভীরে প্রবেশের পথসন্ধান করতে হয়। যারা জনস্বার্থ বিরোধী কাজে ব্যাপৃত এবং বড় ধরনের অপরাধ করেন তারা তাদের চারদিকে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেন নিজেদেরকে আড়াল করার জন্য। রিপোর্টার সে বেষ্টনী ভেদ করার চেষ্টা করেন। তবে অনুসন্ধানী রিপোর্টের বিষয় নির্বাচন করতে গিয়ে শুধু বড় ধরনের অপরাধ বা অনৈতিক কাজ খুঁজতে হবে এমন নয়। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অনেক বিষয় আছে যা নিয়ে নিরবচ্ছিন্নভাবে অনুসন্ধানী রিপোর্ট করা যায়। বিশ্বায়নের যুগে আমাদের দেশ ও দেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় আছে যেখানে বিদেশী বিনিয়োগকারী, বহুজাতিক কোম্পানি, বহুজাতিক ব্যাংক ও আন্তর্জাতিক অনেক প্রক্রিয়া জড়িত। অনুসন্ধানী রিপোর্ট: পরিবেশ ও মানবাধিকার গ্রন্থে মূলত অর্থনৈতিক, সামাজিক, ক্ষুদ্র জাতিসত্তার মানুষের উপর অবিচার, বহুজাতিক ব্যাংক, বিদেশী কোম্পানি এসব বিষয় নিয়ে অনুসন্ধানী ও ব্যাখ্যামূলক রিপোর্টই বেশি স্থান পেয়েছে। এ গ্রন্থ পরিবেশ ও মানবাধিকার নিয়ে আগ্রহী যে কারো জন্য প্রয়োজনীয় তথ্যভান্ডার হিসাবে কাজ করবে।