Filters

সমারী চাকমা

সমারী চাকমার জন্ম ১৯৭৫ সালে, খাগড়াছড়ি জেলার মহাজন পাড়া গ্রামে। ছাত্রজীবন থেকে তিনি পাহাড়িদের রাজনৈতিক অধিকার, শিক্ষা ও পাহাড়ি নারীদের অধিকার আদায়ের সংগ্রামে সোচ্চার থেকেছেন। ১৯৯৭ সালে ইতিহাস বিষয়ে মাস্টার্স শেষ করার পর ২০১১ সালে আইন বিষয়ের পাঠ সম্পন্ন করেন এবং আইন পেশায় যুক্ত হন। পার্বত্য চট্টগ্রামের চাকমা জাতির প্রথম নারী আইনজীবী হিসেবে ১ জানুয়ারি ২০১৭ সালে সুপ্রিম কোর্ট অব বাংলাদেশে তিনি তালিকাভুক্ত হন। পার্বত্য চট্টগ্রামের বিরাজমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে ধর্ষণের শিকার হওয়া পাহাড়ি নারী-শিশু এবং ষড়যন্ত্রমূলকভাবে মামলায় শিকার অসহায়, গরিব পাহাড়িদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান ছিল তাঁর অন্যতম কাজের ক্ষেত্র। বন্ধু ও সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে ২০১৩ সালে কমরেড রুপক চাকমা মেমোরিয়াল ট্রাস্ট-এর কাজ শুরু করেন। সমারী চাকমা হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালে European Center for Constitutional and Human Rights (ECCHR), Germany-র বার্থা গ্লোবাল এক্সচেঞ্জ ফেলো ছিলেন তিনি। পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর জীবন হুমকির মুখে পড়ায় রাজনৈতিক উদ্বাস্তু হিসেবে ২০১৮ সালে অস্ট্রেলিয়াতে আশ্রয় নিতে বাধ্য হন। পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের অধিকারের লড়াই তাঁর সারা জীবনের আন্দোলন ও স্বপ্ন।