Filters

মহিউদ্দিন আহমেদ

মহিউদ্দিন আহমেদ, তাঁর পেশাগত জীবন শুরু করেন সংবাদপত্রে সাংবাদিকতার মাধ্যমে। তিনি প্রায় ৪ বছর লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে অধ্যাপনা করেন। পরে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের পাকিস্তান শাখায় সম্পাদক হিসেবে যোগ দেন। এ সময় তাঁর প্রকাশনার নানাবিধ বিষয়ে ব্যাপক পেশাগত প্রশিক্ষণ লাভের সুযোগ হয়। তিনি স্বাধীনতার পর অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, বাংলাদেশ-এর প্রধান নির্বাহী নিযুক্ত হন। ইউনিভার্সিটি প্রেস লিমিটেড প্রতিষ্ঠার শুরু থেকে এ পর্যন্ত তিনি এর প্রকাশক ও ব্যবস্থাপনা পরিচালকরূপে কর্মরত আছেন। গ্রন্থোন্নয়ন সংক্রান্ত দেশী ও বিদেশী নানা কার্যক্রমে তিনি ঘনিষ্ঠভাবে জড়িত। প্রকাশনার বিভিন্ন বিষয়ে ‘ইন্টারন্যাশনাল পাবলিশার্স এসোসিয়েশন’ আয়োজিত ‘ওয়ার্ল্ড বুক কংগ্রেস’সহ বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামে সক্রিয়ভাবে যোগ দিয়েছেন৷ তিনি ‘ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব স্কলারলি পাবলিশার্স’ ও ‘আফ্রো-এশিয়ান বুক কাউন্সিল’-এর অন্যতম সদস্য। ‘বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র প্রতিষ্ঠাতা সহ-সভাপতি। বিদেশে বাংলাদেশের বইয়ের প্রসার ও রপ্তানী তাঁর বিশেষ আগ্রহের মধ্যে অন্যতম। বই রপ্তানীর ক্ষেত্রে অগ্রণী ভূমিকার জন্য বাংলাদেশ সরকার তাঁকে ১৯৮৩-৮৪ সালে রাষ্ট্রপতির রপ্তানী ট্রফি প্রদান করে। দেশের সামগ্রিক গ্রন্থোন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯১ সালে জাতীয় গ্রন্থ কেন্দ্র স্বর্ণপদকে ভূষিত হন। পুস্তক প্রকাশনা ছাড়াও তিনি বাংলাদেশের উন্নয়ন বিষয়ে বিভিন্ন পত্রিকায় কলাম লিখে থাকেন। তাঁর রচিত বই মুদ্রণ শিল্প ১৯৮৬ সালে বাংলা একাডেমী থেকে প্রকাশিত হয়। তাঁর নিবন্ধ প্রকাশনা বিষয়ক আন্তর্জাতিক সংকলন আফ্রো-এশিয়ান পাবলিশিং কনটেম্পোরারী ট্রেড্স-এ ১৯৯১ সালে প্রকাশিত হয়েছে।


Books of the Author

1,200.00 ৳ 960.00 ৳ 960.0 BDT