Filters

আজমাল সোবহান যুক্তরাষ্ট্রে ট্রমা ও ভাস্কুলার সার্জন হিসেবে কর্মরত ছিলেন। তিনি তাঁর অবসরজীবনের কিছু সময় যুক্তরাষ্ট্রে এবং কিছু সময় বাংলাদেশে কাটান। এ সময়ের বেশির ভাগই কাটে সমাজসেবায়--গ্রামীণ বাংলাদেশে সার্জিকাল মিশন পরিচালনা যার অংশ। তাঁর প্রথম বই Sacred Drops(সহ-লেখক) আত্মপরিবর্তনের এক পথপ্রদর্শক। তিনি পরামর্শ প্রদান করে থাকেন হিমালয়-আরোহণ ও ম্যারাথন নিয়েও।