মেনেলাউস স্টেফানিদেস জন্ম ১৯২৩ সালে কন্সটানটিনোপোলে, মৃত্যু ২০০৭ সালে এথেন্সে। অর্থনীতি নিয়ে পড়াশোনা করলেও তাঁর প্রধান পেশা ছিল লেখালেখি। তাঁর ভাই অঙ্কনশিল্পী ইয়ানিস স্টেফানিদেসের সাথে তিনি শিশুদের জন্য 'গ্রিক মিথোলজি'র ১৮টি ভলিউম লিখেছেন, এবং পরবর্তীকালে ১০টি ভলিউমে 'ফোক টেলস ফ্রম গ্রিস' সিরিজটি রচনা করেছেন।