সানজিদা শাহরিয়া পেশায় চিকিৎসক। আগ্রহের বিষয় মনস্তত্ত্ব। মানসিক স্বাস্থ্য পরামর্শক হিসেবে বহুদিন ধরে কাজ করছেন। প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অফ বাংলাদেশের (পিসিএসবি) সদস্য সচিব এবং বায়োমেডিকেল জার্নাল, প্যালিয়েটিভ কেয়ার জার্নাল-এর নির্বাহী সম্পাদক। অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করেন। প্রশিক্ষণ দেন প্যালিয়েটিভ কেয়ার প্রসঙ্গে। মনোসামাজিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ‘ফিনিক্স’ নামে সোশ্যাল মিডিয়াতে একটি গ্রুপ চালু করেছেন, যেখানে মানুষ অকপটে মনের কথা বলতে পারেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে, কম টেসটোসটেরন: মনোদৈহিক প্রভাব; স্ট্রেস; স্থূলতার মনোদৈহিক প্রভাব; কাউন্সেলিং টেবিলের গল্প (প্রথম ভাগ); কাউন্সেলিং টেবিলের গল্প (দ্বিতীয় ভাগ); কাউন্সেলিং টেবিলের গল্প: অবচেতন মনের কথা; দাম্পত্য: মনোসামাজিক বিশ্লেষণ ও পরামর্শ।