শওকত হোসেন মাসুম পেশায় সাংবাদিক। ১৯৯৩ সালে দৈনিক সংবাদ থেকে সাংবাদিকতা জীবনের শুরু। এরপর দৈনিক জনকণ্ঠ ও দৈনিক ইত্তেফাক ঘুরে এখন দৈনিক প্রথম আলো-য় কর্মরত। বাণিজ্য সম্পাদক, হেড অফ রিপোর্টিং, বার্তা সম্পাদক এবং প্রধান বার্তা সম্পাদকের দায়িত্ব পালন শেষে এখন হেড অফ অনলাইন হিসেবে আছেন। নানা দায়িত্ব পালন করলেও মূলত তিনি রিপোর্টার। লেখালেখির মূল বিষয় অর্থনীতি। রিপোর্টিং-এর পাশাপাশি কলাম লিখছেন। পত্রিকায় এখন লেখালেখি করেন শওকত হোসেন নামে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সাধারণ ও অনুসন্ধানী রিপোর্টিং-এ তিনবার সেরা অর্থনৈতিক রিপোর্টারের পুরস্কার পেয়েছেন। অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকনমিক রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক ছিলেন। বিশ্ব বাণিজ্য সংস্থা ও বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভাসহ দেশে-বিদেশে অর্থনীতি এবং ডিজিটাল মিডিয়া সংক্রান্ত নানা সম্মেলন ও প্রশিক্ষণে অংশ নিয়েছেন। বরিশাল ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স করেছেন। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা তিন।