Filters

সৌভিক করিম জন্ম ৯ ডিসেম্বর ১৯৮২, বৃহস্পতিবার, ঢাকায়। মা রওনাক আজমল, বাবা আবু করিম। কেজি থেকে এইচএসসি পর্যন্ত ঢাকার বিএএফ শাহীন কলেজে পড়াশোনা করেছেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। প্রমে গণবিশ্ববিদ্যালয়ে এবং পরে কিছুদিন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। কিন্তু তিনি কোনোটাতেই থিতু হতে পারেননি। বেশ কিছুদিন বিজ্ঞাপন সংস্থার কন্টেন্ট লেখার কাজ করেছেন। ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠিত ‘আমাদের পাঠশালা’ নামে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলেও কাজ করেছেন কিছুসময়। ছাত্রজীবনে ছাত্র ফেডারেশনের রাজনীতির সাথে জড়িত ছিলেন। শেষদিকে রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিলেন না, তবে অত্যন্ত রাজনীতি-সচেতন মানুষ ছিলেন। তাঁর কবিতায়, গল্পে, প্রবন্ধে সমাজ সচেতনার পরিচয় পাওয়া যায়। সংগীতের প্রতি ছিল তাঁর অসম্ভব অনুরাগ; গান লিখেছেন, সুর দিয়েছেন, গেয়েছেন। এক কন্যা সন্তানের পিতা। ২০২৩ সালের ৭ নভেম্বর সড়ক দুর্ঘটনায় সৌভিক করিম ও তাঁর প্রিয়বন্ধু আরিফুল ইসলাম মৃত্যুবরণ করেন।