শরীফ খান জন্ম ১৯৫৩ সালের ৭ এপ্রিল, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায়। তাঁর পিতা খসরু আলী খান, মাতা হাশেনা খাতুন। শরীফ খান বাংলাদেশের পশু ও পাখিদের নিয়ে গোটা এক জীবন কাটিয়ে দিয়েছেন। বিশেষকরে গ্রামীণ অরণ্যের জীবজন্তু বিষয়ে তিনি দেশের অন্যতম প্রধান বিশেষজ্ঞ। আশৈশব তিনি এদের পর্যবেক্ষণ করে আসছেন, কয়েক প্রজন্মের পাঠক তার লেখালেখির মাধ্যমে গ্রামের অরণ্যের অজস্র প্রাণীর রোমাঞ্চকর জীবন সম্পর্কে জানতে পেরেছেন। এ যাবৎ শরীফ খানের প্রকাশিত বইয়ের সংখ্যা ৭২টি। প্রাণিদের নিয়ে লেখার সুবাদে শরীফ খান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, জাতীয় পরিবেশ পদক, প্রথম আলো বর্ষসেরা বইয়ের পুরস্কার, অগ্রণীব্যাংক-শিশু সাহিত্য পুরস্কারসহ আরও অনেকগুলো পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।