মোশতাক আহমদ (জন্ম ৪ জানুয়ারি, ১৯৬৮) পেশাগত জীবনে একজন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। পড়াশোনা করেছেন মির্জাপুর ক্যাডেট কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও জেমস পি. গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। জনস্বাস্থ্য নিয়ে কাজ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্র, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি, কেয়ার বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন ও সোশ্যাল মার্কেটিং কোম্পানিতে। শুরুতে গণস্বাস্থ্য কেন্দ্রের দুই বছরের চাকরিজীবনই পাবলিক হেলথে তাঁর ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করে দিয়েছে। আটটি কবিতার বই ছাড়াও লিখেছেন উপন্যাস, ছোটোগল্প, প্রবন্ধ, স্মৃতিপাঠের বই। তাঁর প্রথম বই সড়ক নম্বর দুঃখ বাড়ি নম্বর কষ্ট। কবিতার পাশাপাশি গদ্যে তিনি সমান স্বচ্ছন্দ। কবি আবুল হাসানের জীবনভিত্তিক উপন্যাস ঝিনুক নীরবে সহো তাঁর উল্লেখযোগ্য সৃষ্টি। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী সোনিয়া রহমান এবং দুই কন্যা অদ্বৈতা শাশ্বতী ও অতন্দ্রিলা সপ্তর্ষিকে নিয়ে ঢাকা শহরে বসবাস করেন।