সাবরিনা নার্গিসের জন্ম চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার মির্জাপুর গ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে আইন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন এবং ব্যারিস্টার মুনিরুজ্জামান খান-এর অধীনে লিগ্যাল অ্যাসোসিয়েট হিসেবে কাজ করেন। তিনি চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আইনের শিক্ষক হিসেবে কর্মরত থেকে ২০০৮ সনে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে যোগদান করেন। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে বিভিন্ন পদে কর্মরত থেকে দেওয়ানি ও ফৌজদারি বিচার ব্যবস্থায় বিচারিক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি প্রেষণে দুর্নীতি দমন কমিশনে উপপরিচালক (প্রসিকিউশন) হিসেবে দীর্ঘ পাঁচ বছর কর্মরত থেকে দুদকের অনুসন্ধান, তদন্ত পদ্ধতিসহ দুদকের সার্বিক কার্যক্রম সম্পর্কে গভীরভাবে জানার সুযোগ পান। বর্তমানে তিনি অতিরিক্ত জেলা জজ হিসেবে কুমিল্লা কর্মরত আছেন। তিনি UNHCR-এর অধীন শরণার্থী বিষয়ক কর্মশালা, আমেরিকার সেন্ট এন্টনিও শহরে অনুষ্ঠিত NAWJ-এর বার্ষিক কনফারেন্স, অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি, ভারতের ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি, আগরতলা জুডিসিয়াল একাডেমিতে প্রশিক্ষণ এবং দুদকে বিভিন্ন প্রশিক্ষণসহ JATI আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তাঁর স্বামী অতিরিক্ত জেলা জজ হিসেবে কুমিল্লায় কর্মরত। পারিবারিক জীবনে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জননী।