মাসাহিকো তোগাওয়া জাপানের টোকিও ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজে অধ্যাপনা করেন। দক্ষিণ এশীয় সমাজ, লোক-সংস্কৃতি নিয়ে তাঁর বিস্তর গবেষণা রয়েছে। তিনি গবেষণার প্রয়োজনে বাংলা ভাষা আয়ত্ত করেছেন। আন্তর্জাতিক প্রকাশনাসংস্থা থেকে তাঁর অনেক জার্নাল প্রবন্ধ ও বই প্রকাশিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে তিনি ইংরেজি ও জাপানিজ ভাষায় ছয়টি গ্রন্থ প্রকাশ করেছেন। তিনি জাপানিজ জার্নাল অফ কালচারাল অ্যান্থ্রোপলোজি, জাপানিজ জার্নাল অফ রিলিজিয়াস স্টাডিজ, জাপানিজ জার্নাল অফ সাউথ এশিয়ান স্টাডিজ-এর সম্পাদক হিসেবে কাজ করেছেন।