Filters

আবদুস সেলিম জন্ম সেপ্টেম্বর ১৯, ১৯৪৫। পেশাগত জীবনে অধ্যাপক হলেও তাঁর অনুবাদক পরিচয়টিই মুখ্য। এ পর্যন্ত পঁয়ত্রিশটি নাটক অনুবাদ করেছেন, এর মধ্যে ২৫টি নাটক বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে মঞ্চায়িত হয়েছে। উল্লেখযোগ্য অনুবাদকর্মগুলোর মাঝে আছে গ্যালিলিও, হিম্মতী মা, মাঝরাতের মানুষেরা, ভেনিস সওদাগর, দ্যা মাউসট্র্যাপ, এক শ বস্তা চাল, লাভ লেটার্স, প্লেগ ইত্যাদি। তাঁর আরও দুটি গুরুত্বপূর্ণ অনুবাদকর্ম হলো Memories of War Victims: 1971 এবং আবু ইসহাক-এর কালজয়ী উপন্যাসের ইংরেজি অনুবাদ Surza Dighal Bari. এছাড়া তিনি বাংলা একাডেমির ইংরেজি-বাংলা অভিধানের তৃতীয় সংস্করণের সম্পাদনা, পরিবর্ধন ও পরিমার্জন করেছেন। আবদুস সেলিম সফল মঞ্চনাটক অনুবাদক হিসেবে শহীদ মুনির চৌধুরী সম্মাননা ২০১০, লোক নাট্যদল স্বর্ণপদক ২০১৯, জাপানের উচিমুরা পদক, অনুবাদ সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার ২০১৫, নাট্যকলায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য শিল্পকলা পদক ২০২১, এবং অনুবাদ সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা অনুবাদ ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত আজীবন সম্মাননা ২০২২-এ ভূষিত হন। ইউপিএল থেকে প্রকাশিত তাঁর অন্যান্য অনুবাদ গ্রন্থ আজব দেশে অ্যালিস এবং কবিতা: বের্টল্ট ব্রেখ্ট।