Filters

জন্ম ১৯৭৪ সালে বরিশালের হিজলা উপজেলায়। গণিত নিয়ে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শিক্ষকতার সাথে যুক্ত, বর্তমান কর্মস্থল সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। গণিত ও বিজ্ঞান নিয়ে তিনি লিখে চলেছেন নিরলস। গণিত ও বিজ্ঞান নিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে গণিতকোষ, পিথাগোরাসের জগৎ, গণিত আমাদের কী কাজে লাগে?, নারী ও গণিত উল্লেখযোগ্য। এছাড়া লুই জোনস-এর হাউ লাইফ বিগ্যান অবলম্বনে লিখেছেন প্রাণের শুরু। বাংলায় অনুবাদ করেছেন বিখ্যাত গণিতবিদ আল খাওয়ারিজমির কিতাব আল জাবর ওয়াল মুকাবালা গ্রন্থটি। সম্পাদনা করেছেন জগদীশচন্দ্র বসুর জীবন ও কর্মের উপর স্মারক গ্রন্থ জগদীশচন্ত বসু: প্রাণ-প্রজ্ঞার পথিক, সত্যেন বসুর জীবন ও কর্মের উপর স্মারক গ্রন্থ সত্যেন বসু। এছাড়া কাজী নজরুল ইসলাম ও কবি জীবনানন্দ দাশের জীবন ও কর্ম নিয়ে সম্পাদিত গ্রন্থ কাজীকথা ও কবিতার কালপুরুষ-এর সম্পাদনা পরিষদের গুরুত্বপূর্ণ সক্রিয় সদস্য হিসেবে দায়িত্বপালন করেছেন।


Books by the Author