Filters

বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী’র জন্ম ১৯২১ সালে, টাঙ্গাইলের নাগবারী গ্রামে। পিতা আবদুল হামিদ চৌধুরী পূর্ব পাকিস্তান আইন পরিষদের স্পীকার ছিলেন। কলিকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক ডিগ্রী লাভের পর কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম এ ও আইন শাস্ত্রে স্নাতক ডিগ্রী অর্জন করেন। ১৯৪৬ সালে নিখিল ভারত ছাত্র ফেডারেশন বৃটেন শাখার সভাপতি ছিলেন। লন্ডনের লিংকন্স ইন্‌ হতে বার-এট-ল ডিগ্রী লাভের পরে হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দীর জুনিয়র অফিসার হিসেবে পেশাগত জীবনের সূচনা। তৎকালীন পূর্ব পাকিস্তানের এ্যাডভোকেট জেনারেল, ঢাকা হাইকোর্টের বিচারপতি এবং কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ডের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। ছাত্রদের উপরে গুলীবর্ষণের প্রতিবাদে শেষোক্ত দায়িত্ব থেকে তিনি মুক্তিযুদ্ধের প্রাক্কালে পদত্যাগ করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী বাংলাদেশ সরকারের প্রতিনিধিরূপে বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে আন্তর্জাতিক জনমত গড়ে তোলায় মুখ্য ভূমিকা পালন করেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে সর্বোচ্চ দেশীকোত্তম উপাধি এবং কলিকাতা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টর-অফ-ল তে ভূষিত করে। ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে রাষ্ট্রপতির পদ ত্যাগ করার পর থেকে তিনি বিভিন্ন আন্তর্জাতিক কোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ১৯৮৭ সালের ২রা আগস্ট তিনি লোকান্তরিত হন।