Filters

"মনজুয়ারা পারভীন ১৯৭১ সালে বাংলাদেশের দক্ষিণ প্রান্তে যশোর জেলার শার্শা উপজেলার সামটা নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাগআঁচড়ার ডাক্তার আফিলউদ্দিন ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি ১৯৯৭ সাল থেকে জাপানভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের একজন সক্রিয় কর্মী। বর্তমানে ঐ প্রতিষ্ঠানে কমিউনিটি মোটিভেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত সামটা, টেংরা, বাগডাঙ্গা, মহিষাকুড়া এলাকার ইউনিয়ন পরিষদের নির্বাচিত মহিলা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। লেখিকা ১৯৯৮ সালের নভেম্বার মাসে জাপানের মিয়াজাকি শহরে অনুষ্ঠিত ""The 3rd Forum on Arsenic Contamination of Ground Water Asia"" শীর্ষক সেমিনারে বাংলাদেশের একজন প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন।"