Filters

ভাস্বতী ভট্টাচার্য ষোলো থেকে আঠারো শতকে ভারতের সামুদ্রিক বাণিজ্য নিয়ে গবেষণা করেছেন। ১৯৯৩ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে The Dutch East India Company on the Coromandel Coast, 1740-1780 বিষয়ে Ph.D. করেছেন। ১৮ শতকে করমণ্ডল উপকূলের স্বাধীন বণিক এবং বঙ্গোপসাগরে ওলন্দাজদের বাণিজ্য নিয়ে কয়েকটি প্রবন্ধ প্রকাশ করেছেন। বর্তমানে NUFFIC এর বৃত্তি নিয়ে Dutch Factories in India সিরিজ- এর জন্য ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর মহাফেজখানায় সতেরো শতকের ভারত সম্পর্কে তথ্য আহরণ, অনুবাদ এবং সম্পাদনার কাজে নিযুক্ত রয়েছেন।