বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর (জ. ১৯৩৬) বাংলা সাহিত্যের প্রবল পুরুষদের সমান্তরালে শিল্পসাহিত্যের জাগরণ চিহ্নিত করার অফুরন্ত প্রয়াস খুঁজে পেয়েছেন বাংলা সাহিত্যের নিরিখে এবং সাহিত্যের শিল্পের দৈশিক ও আন্তর্জাতিক পরিসরে। গদ্য, কবিতা ও শিল্পতত্ত্বে তাঁর সমান দক্ষতা। শিল্পকলা বিষয়ক তাঁর গ্রন্থের সংখ্যা ১১টি। বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত ড. জাহাঙ্গীর অধ্যাপনা করেছেন সিরাকিউজ, প্যারিস, অক্সফোর্ড, সাসেক্স, কনস্টানজ, টোকিও ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি অধ্যাপনা থেকে অবসর নিয়ে পরিচালনা করছেন সমাজ নিরীক্ষণ কেন্দ্র। তাঁর সম্পাদনায় কেন্দ্র থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে দু’টি জার্নাল - দি জার্নাল অব সোশাল স্টাডিজ ও সমাজ নিরীক্ষণ। সম্প্রতি মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী মানবাধিকার আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তাঁকে সম্মানিত করা হয়েছে জাহানারা ইমাম স্মৃতিপদকে। নিরন্তর তিনি ভ্রমণ করেছেন দেশের ভিতরে ও বাইরে। প্রকাশিত বইয়ের সংখ্যা ৬০-এর ওপরে।