বর্ণালী সাহার গদ্যভাষায় প্রভাব বিস্তার করে বাজার, সঙ্গীত, সংযোগ, ভ্রমণ এবং প্রবাস। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে স্নাতক এবং মেলবোর্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা সমাপ্ত করেছেন। শৈশব থেকে রাগসঙ্গীতের চর্চা করছেন শিক্ষার্থী এবং গবেষক হিসাবে কলকাতার আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমির সঙ্গেও যুক্ত ছিলেন। বড়ো হয়েছেন ঢাকায়। বর্তমানে মেলবোর্নে বসবাস করছেন। জবরখাকির পূর্বে বর্ণালী সাহার প্রকাশিত গল্পগ্রন্থ আম্মা ও দূরসম্পর্কের গানগুলি (শুদ্ধস্বর ২০১৫), উপন্যাস দ্যা নর্থ এন্ড (পাঠক সমাবেশ ২০২০)।