Filters

ফাহমিদুল হক চলচ্চিত্র ও মিডিয়া বিষয়ক লেখক, গবেষক ও শিক্ষক। বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই তার গবেষণাপত্র ও গ্রন্থ প্রকাশিত হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে তিনি নিয়মিত রিভিউ ও সমালোচনা লিখে থাকেন। তার চলচ্চিত্র বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে, Cinema of Bangladesh: A Brief History ( ২০২০), স্মৃতি সত্তা ভবিষ্যৎ: বরেণ্য চলচ্চিত্রকারদের জীবন ও কর্ম (২০১৯), চলচ্চিত্র পাঠ (২০১৭), তারেক মাসুদ জাতীয়তাবাদ ও চলচ্চিত্র (২০১৪), চলচ্চিত্র সমালোচনা (২০১৩) ও বাংলাদেশের চলচ্চিত্র শিল্প সঙ্কটে জনসংস্কৃতি (সহলেখক, ২০০৮)। প্রখ্যাত আন্তর্জাতিক প্রকাশনাসংস্থা রাউটলেজ থেকে তার প্রকাশিতব্য বইয়ের শিরোনাম Identity, Nationhood and Bangladesh Independent Cinema। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের বার্ড কলেজে ভিজিটিং অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।