Filters

হারুন-অর-রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। তাঁর গবেষণার ক্ষেত্র বাঙালির স্বাধীন রাষ্ট্রগঠন, ১৯৪৭-পূর্ব ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা-উত্তর বর্তমান সময় পর্যন্ত অবিভক্ত বাংলা এবং বাংলাদেশের রাজনীতি, এর গতি-ধারা ও রাজনৈতিক উন্নয়ন। লেখকের গবেষণা-গ্রন্থের মধ্যে The Foreshadowing of Bangladesh 1906-1947 (1987, 2003, 2012), Inside Bengal Politics 1936-1947 (2003, 2012), বাঙালির রাষ্ট্রচিন্তা ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় (২০০৩), বাংলাদেশ: রাজনীতি, সরকার ও শাসনতান্ত্রিক উন্নয়ন ১৭৫৭-২০০০ (২০০১) বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত বাংলাপিডিয়া (জাতীয় জ্ঞানকোষ)-র সম্পাদনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে তাঁর পিএইচ.ডি ডিগ্রি অর্জন। একই বিশ্ববিদ্যালয়ে তাঁর পোস্ট-ডক্টরাল গবেষণা। তিনি বাংলাদেশের একজন কৃতী রাষ্ট্রবিজ্ঞানী।