Filters

আমাদের ক্যান্সার জার্নি একগুচ্ছ মানুষকে কাছে এনেছে। চেনাশোনার গণ্ডি পেরিয়ে আনন্দ-বেদনার অংশীদার করেছে। ক্রমে ভরসা হয়ে উঠেছি আমরা আমাদের জন্যে। হয়ে উঠেছি ভালো থাকবার অমিত উৎস। সেই ভালো থাকা, আদর-যত্ন অন্যসব আক্রান্তদের মাঝে ছড়িয়ে দেবার প্রয়াস সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন (সিসিসিএফ)। আমাদের স্বেচ্ছাসেবায় গড়ে ওঠা সামাজিক সংস্থাটির সম্বল কেবলই আমাদের প্রাণ উজাড় করা ভালোবাসা। নিজেরা যে কষ্টের মধ্য দিয়ে গিয়েছি, তা যেন অন্যদের খানিকটা কম হয় সে সরল আবেগটুকু নিয়ে আমরা সমবেত হয়েছি। এখন অবধি নিজেদের এবং সমাজের সমমনা কিছু মানুষের আর্থিক সহযোগিতায় আমরা পথ চলছি। ক্যান্সার আমাদের জীবন থেকে কী কেড়ে নিয়েছে সে হিসেব না করে বরং লড়ে যেতে যেতে যে সাহস-শক্তি আমরা পেলাম সেসব সঙ্গী করে সমাজের সম্মিলিত শক্তিকে আরো সরব করতে চাই। গড়ে তুলতে চাই ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা। ক্যান্সার প্রতিরোধে কাজ করতে আগ্রহী যেকেউ আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। দেশে ক্যান্সারাক্রান্ত মানুষের সংখ্যা শূন্যে নেমে আসুক—কায়মনে আমরা তাই চাই। যতদিন তা না হয়, ততদিন যেন আমরা অন্তত দেশেই সর্বাধুনিক চিকিৎসা নিতে পারি। ক্যান্সার মোকাবেলায় আসুন সকলে জোট বাঁধি। আরেকবার প্রমাণ করি মানুষের সম্মিলিত শক্তিই ইতিহাস নির্মাণ করে।