Filters

সাহিদুর রহমান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি এবং সামাজিক বিজ্ঞান বিভাগে প্রফেসর হিসেবে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর, অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে পিএইডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি বর্তমানে ডানিডার অনুদানে আন্তর্জাতিক সাপ্লাই চেইন রেগুলেশন নিয়ে গবেষণা করছেন। এছাড়াও সিঅ্যান্ডএ ফাউন্ডেশন ও ভক্সওয়াগন ফাউন্ডেশন-এর অনুদানে তৈরি পোশাক শিল্পের উৎপাদন প্রক্রিয়া ও দক্ষতা বৃদ্ধির দুটি প্রোগ্রাম নিয়ে তাঁর গবেষণা কাজ চলছে। এসব কাজে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়, ফ্রেই বিশ্ববিদ্যালয়, গুটেনবার্গ বিশ্ববিদ্যালয়, রয়েল হলোওয়ে, লন্ডন বিশ্ববিদ্যালয়, কোপেনহেগেন বিজনেস স্কুল, টাফ্ট বিশ্ববিদ্যালয় সহায়তা করছে। তাঁর প্রকাশনাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটি হলো লেক্সিংটন বুকস থেকে ২০১৩ প্রকাশিত Broken Promises of Globalisation: The Case of the Bangladesh Garmnent Industry নামক গ্রন্থটি।