Filters

শাহজামান মজুমদার (১৯৫৬-২০২০) কৈশোরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন। দিনাজপুরের কালিতলা এলাকায় জন্ম। পিতা রজব আলী মজুমদার এবং মাতা সায়েরা মজুমদার। ১৯৭১ সালে পাকবাহিনী যখন বাংলার মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে, তখন তিনি উচ্চ মাধ্যমিকের ছাত্র। প্রশিক্ষণ নেন দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে এবং তিন নম্বর সেক্টরের অধীনে আখাউড়ায় পাকবাহিনীকে প্রতিহত করেন। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বীরপ্রতীক’ খেতাব পান। একাত্তরের এপ্রিলে হবিগঞ্জের বিখ্যাত তেলিয়াপাড়ায় যুদ্ধে অংশ নেন। শাহজামান মজুমদার পাকিস্তানি বাহিনীর সাঁজোয়া যান ধ্বংসের ঝুঁকিপূর্ণ অভিযানে অংশ নেন। সহযোদ্ধাদের সাথে অ্যান্টি ট্যাংক মাইনের বিস্ফোরণ ঘটিয়ে শত্রুকে পরাজিত করেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের অভিজ্ঞতা তিনি লিপিবদ্ধ করে গেছেন বইয়ে, পত্রিকায় ও সাক্ষাৎকারে। যুদ্ধ-পরবর্তী সময়ে তথ্যপ্রযুক্তি খাতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এটি বাংলা ভাষায় শাহজামান মজুমদারের একমাত্র পূর্ণাঙ্গ স্মৃতিকথা।