Filters

ড. তৌফিক জোয়ার্দার বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেনেভাস্থ সদর দপ্তরের হেলথ ওয়ার্কফোর্স বিভাগের একজন আন্তর্জাতিক পরামর্শক। এছাড়াও তিনি বিভিন্ন প্রতিষ্ঠান যেমন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক জেমস পি. গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথ, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়, পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ, হেলথ সিস্টেম্স গ্লোবাল, বাংলাদেশে জাতিসংঘ যুব ও ছাত্র সমিতি, বিএমসি গ্লোবালাইজেশন অ্যান্ড হেলথ জার্নাল ইত্যাদির সাথে জড়িত আছেন। ড. জোয়ার্দার জন্স হপকিন্স ব্লুমবার্গ স্কুল অফ পাবলিক হেলথ-এর ইন্টারন্যাশনাল হেলথ বিভাগ থেকে ২০১৫ সালে ডক্টরেট ইন পাবলিক হেলথ ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশের গ্রামাঞ্চলে কর্মরত ডাক্তারদের সংবেদনশীলতার ওপর মৌলিক গবেষণার জন্য। তিনি সক্রিয়ভাবে জনস্বাস্থ্য ও স্বাস্থব্যবস্থা সম্পর্কিত বিভিন্ন গবেষণা কার্যক্রমে যুক্ত আছেন, উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা নিবন্ধ প্রকাশ করেছেন বিভিন্ন আন্তর্জাতিক পিয়ার রিভিউড জার্নালে। তাঁর গবেষণার বিষয়বস্তুর মধ্যে আছে স্বাস্থ্যব্যবস্থা, স্বাস্থ্যনীতি, স্বাস্থ্যমানবসম্পদ, পুষ্টিনীতি, চিকিৎসা নৃবিজ্ঞান, মিশ্র পদ্ধতির গবেষণা, ইপ্লিমেন্টেশন রিসার্চ বা বাস্তবায়ন গবেষণা, ইত্যাদি। চিকিৎসা বিষয়ক নিবন্ধ ও মিডিয়া টকশোর জন্য তিনি সুপরিচিত।