Filters

মো: রবিউল ইসলাম জন্ম ১৯৫৫, ৪ ফেব্রুয়ারি, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার রহনপুর ইউনিয়নের কাজিগ্রামে। স্কুল শিক্ষক ও সমাজসেবী পিতা মোঃ সোলায়মান আলী; মাতা মার্জিয়া খাতুন পাকিস্তানি বাহিনীর নির্যাতন ও নির্মমতা খুব কাছ থেকে দেখেছেন। তিনি বোয়ালিয়া হাই স্কুলে দশম শ্রেণীতে পড়ার সময় মুক্তিযুদ্ধে যোগ দেন, ভারতের শিলিগুড়ি জেলার পানিঘাটায় অস্ত্র প্রশিক্ষণ গ্রহণ শেষে সাত নম্বর সেক্টরে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নিয়ন্ত্রণাধীন মহদীপুর সাবসেক্টরে যোগদান করেন। বহুবার মুক্তিযুদ্ধের বিভিন্ন রণাঙ্গনে সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেছেন, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শহীদ হবার মুহূর্তেও তাঁর স্পেশাল রানার হিসেবে যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন। ১৯৮১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পাঠগ্রহণ শেষে বাংলাদেশ রেলওয়েতে যোগদান করেন এবং ২০১৭ সালে ডেপুটি চীফ কমার্শিয়াল ম্যানেজার, রাজশাহী পদ হতে অবসর গ্রহণ করেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে সুপরিচিত ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র সমিতির সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর স্ত্রী মুর্শেদা জাহান, দুই ছেলে ডা. মো: মোর্শেদুল ইসলাম ও মোর্শেদ অমর্ত্য ইসলাম। বিভিন্ন সামাজিক সংগঠনে জড়িত থাকার পাশাপাশি তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক লেখালেখিতে নিয়োজিত আছেন।