Filters

লেখক জেমস জে. নোভাক দীর্ঘ ত্রিশ বছর এশিয়ায় থেকেছেন এবং এই মহাদেশের অজস্র স্থান ভ্রমণ করেছেন। এক সময় ছিলেন একটি ফার্মাসিউটিক্যাল কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা। ১৯৮২-৮৫ পর্যন্ত বাংলাদেশে এশিয়া ফাউন্ডেশনের আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এশিয়া মেইল’, ওয়ার্ল্ড ভিউ এবং ইস্টার্ন ফিনান্সিয়াল টাইমস পত্রিকায় তিনি কলাম লেখক হিসেবে কাজ করেছেন। এছাড়া বিভিন্ন সময়ে লিখেছেন বিভিন্ন সাময়িকী ও সংবাদপত্রে, যেগুলোর মধ্যে আছে আটলান্টিক মান্থলি, টাইমস অব ইন্ডিয়া, এশিয়ান ফিন্যান্স, আমেরিকা ম্যাগাজিন, ওয়াশিংটন পোস্ট, ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর, লসএঞ্জেলাস টাইমস, নিউজ ডে এবং নিউ ইয়র্ক টাইমস-এর মত পত্রিকা।