ইমদাদুল হক মিলনের জন্ম ৮ সেপ্টেম্বর, ১৯৫৫ বিক্রমপুরে। অনার্সসহ অর্থনীতিতে স্নাতক। তাঁর প্রথম রচনা, ছোটদের গল্প 'বন্ধু' প্রকাশিত হয় ১৯৭৩ সালে। প্রথম উপন্যাস যাবজ্জীবন বাংলা একাডেমী সাহিত্য পত্রিকা উত্তরাধিকারে ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ১৯৭৬ সালে। এই উপন্যাসে পাঠকমহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ১৯৭৯ থেকে ১৯৮১ সাল পর্যন্ত কাটিয়েছেন জার্মানীতে। সেই অভিজ্ঞতাপ্রসূত রচনা পরাধীনতা মিলনকে খ্যাতির শীর্ষে পৌঁছিয়ে দেয়। অবশ্য প্রথম গ্রন্থ ভালবাসার গল্প (১৯৭৭) থেকেই তিনি বিপুলভাবে সংবর্ধিত, পাঠকপ্রিয়। সাহিত্যে অবদানের স্বীকৃতস্বরূপ তিনি এ পর্যন্ত অনেক পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন। বাংলা একাডেমী পুরস্কার পেয়েছেন ১৯৯২ সালে।