Filters

কামাল উদ্দিন হোসেন ১৯২৩ সালে দক্ষিণ কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পাঠশালা ডায়োসিশান মিশনারি স্কুল, বালীগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুল, সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় ল’ কলেজ হতে প্রাথমিক বিদ্যাশিক্ষা থেকে আইনে স্নাতক পর্যন্ত পাঠ্যক্রম শেষ করেন। তিনি কলকাতা হাইকোর্টের সেকালের আইনজীবীদের পরীক্ষায় শীর্ষস্থান লাভ করে স্যার রাসবিহারী ঘোষ পদক পান। ১৯৫০ সালে ঢাকায় আগমন ও ঢাকা হাইকোর্টে আইনজীবী পেশায় যোগ দেন। সেই দিন থেকে ১৯৮২ সালে প্রধান বিচারপতির পদ থেকে সামরিক আইনের বলে বাধ্যতামূলক অবসরদান পর্যন্ত প্রথমে আইন ব্যবসায় ও সিটি ল’ কলেজে প্রভাষকের কর্মে ও ১৯৬৯ থেকে বিচারকার্যে নিয়োজিত ছিলেন। অবসর প্রাপ্তির পর বিভিন্ন ও মানবাধিকারমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্ট হন। অবসর সময়ে নানা বিষয়ে প্রবন্ধ, নিবন্ধ ও বক্তৃতা দিয়েছেন। বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে নানা প্রাতিষ্ঠানিক ও আন্তর্জাতিক সম্মেলনে কখনও আইনজীবী, কখনও বিচারক কখনও ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করেছেন। কয়েকটি দেশের নির্বাচন পরিদর্শকের কাজও করেছেন। ইউপিএল থেকে প্রকাশিত তাঁর রচিত গ্রন্থ রবীন্দ্রনাথ ও মোগল সংস্কৃতি (১৯৯৮)-এর জন্য তিনি ১৪০৪ বঙ্গাব্দে আনন্দ পুরস্কার লাভ করেন। লেখকের অন্যান্য গ্রন্থ: বিশ্বসভ্যতা পরিক্রমা ও বাংলাদেশ; গ্রেট মোগল ও বর্তমান গ্রন্থ।