Filters

কাজী আনিস উদ্দিন ইকবাল পেশায় একজন স্থপতি। যশোর জিলা স্কুল থেকে মাধ্যমিক ও মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। তিনি 'স্থাপত্য ও নির্মাণ' ওয়েব পত্রিকার সম্পাদক। স্থাপত্য ও শিল্পকলা বিষয়ে লেখালেখি করতে পছন্দ করেন। তিনি দেশের প্রখ্যাত ডেভেলপার কোম্পানি বিল্ডিং ফর ফিউচার লিঃ-এর একজন উদ্যোক্তা, এছাড়াও দেশের নির্মাণ ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তি আমদানি করে এ দেশের স্থপতিদের সৃষ্টির জগৎকে প্রসারিত করেছেন। বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবস্থায় প্রগতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন, বুয়েটে তৎকালীন জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন 'অবয়ব' গঠন করেছেন। দেশব্যাপী সাংস্কৃতিক সংগঠন 'উদীচী'র কেন্দ্রীয় কর্মকাণ্ডের সাথেও কিছুদিন জড়িত ছিলেন। 'বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর' প্রতিষ্ঠালগ্নের কেন্দ্রীয় কমিটিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এখনও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। ব্যক্তিগত জীবনে তার স্ত্রী নাহিদ নবী লেনা শিশুরোগ বিশেষজ্ঞ, কন্যা জয়িতা ইকবাল প্রভা স্থপতি এবং পুত্র নাভিদ ইকবাল অর্ক বিশ্ববিদ্যালয়ের ছাত্র।