Filters

এম. রুহুল আমিন (জন্ম: ১৯৬০) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি সমাপ্ত করে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৮৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহকারী সচিব রূপে কর্মজীবন শুরু করেন। ফ্রান্স, পর্তুগাল ও ইউনেস্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে কর্মরত অবস্থায় প্যারিসে ৩ জানুয়ারি ২০০৮ তারিখে তাঁর আকস্মিক মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন।