Filters

আবদুল হক (জন্ম: নবাবগঞ্জ, ১৯১৮) ১৯৪৬ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি এম. এ. পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাংবাদিকতা পেশায় যোগ দেন। ১৯৬৫ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তিনি বাংলা উন্নয়ন বোর্ড ও বাংলা একাডেমিতে কর্মরত ছিলেন। প্রবন্ধ, গল্প, নাটক ও অনুবাদ সাহিত্যের বিভিন্ন শাখায় তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৮ টি। তিনি মূলতঃ প্রাবন্ধিক হিসেবে খ্যাতি অর্জন করেন এবং সাহিত্য কর্মের স্বীকৃতি হিসেবে অন্যান্য পুরস্কারসহ দাউদ সাহিত্য পুরস্কার (১৯৬৮) ও বাংলা একাডেমি পুরস্কার (১৯৭৪) লাভ করেন।