Filters

এম. এম. আকাশ অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং একইসাথে ব্যুরো অফ ইকনোমিক রিসার্চে কর্মরত আছেন। মূল আগ্রহের বিষয়গুলো হচ্ছে: গ্রামীণ আর্থসামাজিক ব্যবস্থা, দারিদ্র্যের রাজনৈতিক অর্থনীতি এবং একবিংশ শতকের সমাজতন্ত্র। উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে আছে: ভাষা আন্দোলন: শ্রেণীভিত্তি ও রাজনৈতিক প্রবণতাসমূহ (ইউপিএল), বাংলাদেশের অর্থনীতি: অতীত-বর্তমান-ভবিষ্যত (প্যাপিরাস), বাংলাদেশের অর্থনীতি (উম্মুক্ত বিশ্ববিদ্যালয়), এবং Poverty Reduction Strategies of the International Development Community: The Scope for Structural Change (CPD & SACEPS)। বর্তমানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। বিভিন্ন সময়ে তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর সিনিয়র ফেলো, এন. ডি. সি-র একাডেমিক এডভাইজার ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলা একাডেমি ও অর্থনীতি সমিতির আজীবন সদস্য।