Filters

ড. এম. এ. সাত্তার মণ্ডল ১৯৪৯ সালে জন্ম। প্রথম বিভাগে এসএসসি পাশের পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে কৃষি অর্থনীতি বিষয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থানসহ স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি করেছেন। লন্ডন বিশ্ববিদ্যালয়ের ওয়াই কলেজ থেকে পিএইচডি ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব এগ্রিকালচারাল ইকনোমিক্স-এ বছরাধিক কাল পোস্ট-ডক্টরাল গবেষণা করেন। প্রায় পাঁচ দশক ধরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগে অধ্যাপনা ও গবেষণার সাথে যুক্ত রয়েছেন এবং বিভাগীয় প্রধান, অনুষদীয় ডীন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। বর্তমানে তিনি একই বিভাগে এমেরিটাস অধ্যাপক। তিনি বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি এবং কৃষি, পল্লি প্রতিষ্ঠান ও পানিসম্পদ বিভাগের সদস্য ছিলেন। তাঁর বাংলায় প্রকাশনার মধ্যে রয়েছে: উন্নয়নের গল্প, পথিকৃত অর্থনীতিবিদ (অনূদিত), কৃষকদের উপযোগী প্রযুক্তি পরিকল্পনা (অনূদিত), কৃষি অর্থনীতি, হিমালয়ের ছায়া (কবিতা) ও কৃষি ও গ্রামোন্নয়নের ওপর অসংখ্য প্রবন্ধ ও জনপ্রিয় লেখা। ইংরেজিতে সম্পাদিত বই Changing Rural Economy of Bangladesh, Crop Diversification: Findings from a Field Research Programme (UPL), Irrigation Management for Crop Diversification(UPL) and 80 plus journal articles.