Filters

এ. কে. নাজমুল করিম (১৯২২-১৯৮২) ১৯৪৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বি.এ. (অনার্স) ও ১৯৪৬-এ এম.এ. ডিগ্রি, ১৯৫৩-তে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও সমাজবিজ্ঞান এ দুটি বিষয়ে এম.এ. ডিগ্রি এবং ১৯৬৪-তে লন্ডন স্কুল অব ইকনমিক্স থেকে পিএইচ. ডি. ডিগ্রি লাভ করেন। তাঁর গবেষণার বিষয় ছিল: The Muslim Political Elite in Bengal। তিনি ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। তাঁরই চেষ্টায় বিশ্ববিদ্যালয় ও ইউনেস্কোর যৌথ সহযোগিতায় ১৯৫৭-এর ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রবর্তিত হয় এবং তিনি ঐ নতুন বিভাগ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে অধ্যাপকরূপে অবসর গ্রহণ করেন। আলোচ্য গ্রন্থটি ছাড়াও তিনি The Dynamics of Bangladesh Society ও সমাজ-সমীক্ষণ (১৯৭২) নামে একটি পাঠ্যবই রচনা করেন। দেশী-বিদেশী পত্রপত্রিকায় তাঁর প্রচুর সংখ্যক সমাজতত্ত্ববিষয়ক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। নাজমুল করিম এদেশে সমাজবিজ্ঞানের জনক এবং উপমহাদেশের একজন অগ্রগণ্য সমাজচিন্তাবিদ হিসেবে সুপরিচিত।


Books by the Author