Filters

এ কে এম শহীদুল হক জন্ম ১৯৫৯ তদানীন্তন পূর্ব-পাকিস্তানের ফরিদপুর জেলার শরীয়তপুর মহকুমার (বর্তমানে জেলা) নড়িয়া থানার নর কলিকাতা গ্রামে। তিনি ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি ১৯৮৬ সালের ২১ জানুয়ারি পুলিশ বিভাগে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। ২০১৮ সালের ৩১ জানুয়ারি আইজিপি হিসেবে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। নির্বাচিত, সামরিক, তত্ত্বাবধায়ক, সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক ইত্যাদি মিলিয়ে তিনি মোট ১২টি সরকারের অধীনে কাজ করেছেন। তিনি বাংলাদেশে কমিউনিটি পুলিশিং-এর প্রবর্তক হিসেবে পরিচিতি পেয়েছেন। বাংলাদেশের কমিউনিটি পুলিশিংয়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে আমেরিকার নিউজার্সির মেয়র তাঁকে বিশেষ সম্মাননা প্রদান। করেন। তিনি বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন। জাতিসংঘ শান্তি মিশন কম্বোডিয়া, অ্যাংগোলা ও সুদানে দায়িত্ব পালন করে জাতিসংঘ শান্তি পদকে ভূষিত হয়েছেন। তাঁর গ্রন্থসমূহের মধ্যে রয়েছে- Police and Community with Concept of Community Policing, কমিউনিটি পুলিশিং কী এবং কেন, Community Policing Concept: Aims and Objectives Bangladesh Police Hand Book 1 ব্যক্তিজীবনে তিনি ৩ সন্তানের জনক। অবসরগ্রহণের পর তিনি লেখালেখি এবং তাঁর প্রতিষ্ঠিত ‘মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ’ ও অন্যান্য প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকসহ বিভিন্ন কাজের সাথে যুক্ত আছেন।