এম. ইদ্রিস আলী
এম ইদ্রিস আলী (জন্ম ১৯৫৪) পাকিস্তান সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিসে ১৯৭০ সালে যোগদান করেন এবং বাংলাদেশ সরকারের একজন সচিবরূপে ২০০২ সালে অবসর গ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধা এম ইদ্রিস আলী নবম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৮ সালে এমএ ও ১৯৮৬ সালে যুক্তরাষ্ট্রের দি আমেরিকান ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস-এ এমএস ডিগ্রি অর্জন করেন। ইউপিএল প্রকাশিত লেখকের প্রথম গ্রন্থ ইসরায়েলের পুত্রগণ: ইহুদি জনগোষ্ঠীর ৪০০০ বছরের ইতিহাস গ্রন্থটি ২০১৫ সালে বাংলাদেশ ইতিহাস পরিষদ পুরস্কার লাভ করেছে।