ইয়ান অ্যালমন্ড
ইয়ান অ্যালমন্ড বিশ্বসাহিত্যের অধ্যাপক। বর্তমানে তিনি অধ্যাপনা করছেন যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের কাতার শাখায়। পড়াশোনা করেছেন যুক্তরাজ্যের এডিনবরা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকেই বিশ্বসাহিত্যে গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি প্রাপ্তি এখন পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা পাঁচ। তাঁর সুখ্যাতি মূলত ইসলাম ও সুফিবাদ সম্পর্কে তাঁর গবেষণামূলক কাজের জন্য। তাঁর বাকি চারটি বইয়ের নাম হলো টু ফেইথস, ওয়ান ব্যানার (হারভার্ড, ২০০৯), হিস্ট্রি অব ইসলাম অ্যান্ড জার্মান ঘট (রুটলেজ, ২০০৯), দ্য নিউ অরিয়েন্টালিস্টস (আই বি টরিস, ২০০৭) এবং সুফিজম অ্যান্ড ডিকন্সস্ট্রাকশন (রুটলেজ, ২০০৪)। আরবি, ফার্সি, কোরিয়ানসহ এখন পর্যন্ত সাতটি ভাষায় তাঁর লেখা অনূদিত হয়েছে।