Filters

তেরেস ব্লঁশে

তেরেস ব্লঁশে (Thérèse Blanchet) ১৯৭৮ সাল থেকে বাংলাদেশে গবেষণা করছেন। তাঁর নৃতাত্ত্বিক মাঠপর্যায়ের কাজ তাঁকে নিয়ে যাচ্ছে প্রত্যন্ত গ্রাম থেকে শহুরে বস্তিতে, হাওর থেকে সমতল ভূমিতে, পতিতালয় থেকে মাজারে। বাংলাদেশের সমাজ সম্পর্কে তাঁর দীর্ঘ সতের বছরের সমৃদ্ধ ও অস্বাভাবিকভাবে বিস্তৃত অভিজ্ঞতার প্রতিফলন রয়েছে তাঁর লেখায়। এখন তেরেস ব্লঁশে কাজ করছেন রাড্ডা-বারনেন-এ। সেখানে তিনি বিভিন্ন শৃঙ্খলার লোকদের নিয়ে গঠিত একটি দলের নেতৃত্ব করছেন। এই দল শিশু ও শৈশবের ওপর গবেষণা পরিচালনা করছে। তিনি Women, Pollution and Marginality: Meanings and Rituals of Birth in Rural Bangladesh. (ইউপিএল, ১৯৮৪) শীর্ষক গ্রন্থের রচয়িতা।