Filters

মালেকা বেগম

মালেকা বেগম (জ. ১৯৪৪) বাংলাদেশের একজন বিশিষ্ট নারী নেত্রী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স (১৯৬৫), এমএ (১৯৬৬), এবং সমাজবিজ্ঞানে এমএ (১৯৬৮) ডিগ্রী অর্জন করেন। বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভানেত্রী সুফিয়া কামালের নেতৃত্বে সাধারণ সম্পাদিকা হিসাবে নারীর সমঅধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছেন ২২ বছর। নারী উন্নয়ন বিশেষজ্ঞ হিসাবে তিনি বেইজিং বিশ্বনারী সম্মেলনের (১৯৯৫) পূর্বে ও পরবর্তীকালে বাংলাদেশের নারী উন্নয়ন, সমতা ও শান্তির লক্ষ্যে সরকারি-বেসরকারি উদ্যোগের সাথে যুক্ত আছেন। মালেকা বেগম লিখছেন ষাটের দশক থেকে। তাঁর লেখা বইয়ের সংখ্যা ১৮। ইউপিএল থেকে যুগ্ম লেখক হিসাবে তাঁর প্রকাশিত অপর গ্রন্থ আমি নারী : তিনশ বছরের (১৮-২০ শতক) বাঙালি নারীর ইতিহাস (২০০১)।