ভেলাম ভান সেন্দেল
ভেলাম ভান সেন্দেল এশিয়ার নৃতত্ত্ব এবং ইতিহাস বিষয়ে গবেষণা করেন। তিনি আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ে আধুনিক এশিয়ার ইতিহাস-এর অধ্যাপক পদ থেকে অবসর গ্রহণ করেছেন। তাঁর উল্লেখযোগ্য প্রকাশনার মধ্যে রয়েছে ‘চিটাগাং হিল ট্র্যাক্টস: লিভিং ইন আ বর্ডারল্যান্ড (২০০০)’। ২০২৪ সালে ইউপিএল থেকে তাঁর সুবিদিত গ্রন্থ ‘আ হিস্ট্রি অফ বাংলাদেশ’-এর বঙ্গানুবাদ প্রকাশিত হবে।