ইসরাইল খান
ইসরাইল খান গবেষক, প্রাবন্ধিক ও সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। এ বিশবিদ্যালয় থেকেই তাঁর পিএইচডির সন্দর্ভের বিষয় ছিল ‘সাহিত্য—সংস্কৃতি ও সমাজের অগ্রগতিতে পাকিস্তান আমলের সাহিত্যপত্রিকার ভূমিকা’। ভারত সরকারের আইসিসিআর বৃত্তি নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ‘মুসলিম সম্পাদিত ও প্রকাশিত বাংলা সাহিত্যপত্রিকা ১৯৩১—৪৭’ বিষয়ে তাঁর দ্বিতীয় পিএইডি সম্পন্ন করেন। স্বকীয়তা নামে ছোটোকাগজ (১৯৭৬-৮৫) সম্পাদনার মাধ্যমে লেখালেখির জগতে প্রবেশ। প্রবন্ধ, গবেষণা, সম্পাদনা মিলে গ্রন্থসংখ্যা ২৭। কয়েকটি উল্লেখযোগ্য মৌলিক গ্রন্থের মাঝে আছে- ভাষার রাজনীতি ও বাঙলার সমস্যা (১৯৮৬), সাময়িকপত্র ও সমাজ গঠন: বাংলাদেশের পরিস্থিতি (১৯৮৮), বুদ্ধিজীবীদের দ্বন্দ্ব ও সাহিত্যসমাজে অবক্ষয় (১৯৮৯), বন্দিবিবেক সমাজ ও সাহিত্যজগতে বৈশ্যবৃত্তি (১৯৯০), মুক্তিযুদ্ধের পটভূমি (১৯৯৯), নির্বাচিত প্রবন্ধ (২০০৮), মনীষা ও মনস্বিতা (২০০৯), বঙ্গবন্ধু হত্যা: সাহিত্যে প্রতিবাদ (২০২৩); মোহাম্মদ লুৎফর রহমান: জীবন ও চিন্তাধারা (১৯৯৮), পূর্ব বাঙলার সাময়িকপত্র (১৯৯৯), বাংলা সাময়িকপত্র: পাকিস্তানপর্ব (২০০৪), মুসলিম সম্পাদিত ও প্রকাশিত বাংলা সাহিত্যপত্রিকা ১৯৩১-৪৭ (২০০৫), কবি নজরুলের অসুস্থতা: তর্ক-বিতর্ক ও দলিলপত্র (২০০৫), অদ্বৈত মল্লবর্মণ: জীবন ও কর্ম (২০০৮), পূর্ব বাঙলার সাময়িকপত্র: প্রগতিশীলধারা (২০১৬)।