এ টি এম শামসুদ্দীন
এ টি এম শামসুদ্দীন ছিলেন বাংলাদেশের একজন খ্যাতনামা সাহিত্যিক, প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট। দেশের প্রগতিশীল রাজনীতির সঙ্গে তাঁর ছিল দীর্ঘকালের সম্পর্ক এবং একসময়ে এদেশের বাম রাজনীতির তিনি ছিলেন একজন অগ্রসেনা। লে. জেনারেল গুল হাসানের স্মৃতিকথার বাংলা রূপান্তর যখন তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও দক্ষ লেখনীতে মিলিত হয়ে দৈনিক জনকণ্ঠ-এ ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছিল তখনই পাঠকসাধারণের পক্ষ থেকে তাগিদ আসতে থাকে তা গ্রন্থাকারে প্রকাশের। পাঠকের সে চাহিদা পূরণের জন্যই এই প্রকাশনা । আশা করি তা আগ্রহী পাঠকমহলে সমাদৃত হবে। এ টি এম শামসুদ্দীন রচিত কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ: বিমুগ্ধআত্মা হোজা নাসিরুদ্দিন (উপন্যাস), ত্রিমূর্তির নৌবিহার (রম্যকাহিনী, অনুবাদ), বটমূলের আত্মকাহিনী, দি আয়রন মিস্ট্রেস (অনুবাদ), যমঘরে বন্দী (কিশোর থ্রিলার, অনুবাদ)।